আমেরিকার শেয়ারবাজারে গ্রীস সংকটের প্রভাব

usaস্টকমার্কেট ডেস্ক :

গতকাল সপ্তাহের ৪র্থ দিনে ব্যাপক হারে সূচক পতন ঘটেছে আমেরিকার শেয়ারবাজারে। মূলত গ্রীস সংকটের সুষ্ঠ সমাধান না হওয়ায় বাজার এদিন কার্যত বিনিয়োগকারী শুন্য পড়েছিল বলে দাবি করেছে ব্লুমবার্গ।

এদিন মোট লেনদেন কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। দিন শেষে জ্বালানী খাতের সূচক কমেছে ১.৮৯ শতাংশ। এছাড়া কমেছে স্বাস্থ এবং ইউটিলিটি খাতের সূচক। গতকাল দিনশেষে TR-US INDEX 0.৪০ (০.২২%) পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫.০৩ পয়েন্টে । S&P 500 ইন্ডেক্স ২.৭৭ (০.১৪%) পয়েন্ট কমে ২,০৪৭.২৬ পয়েন্টে এবং NASDAQ ইন্ডেক্স ৪৯.৪২ পয়েন্ট কমে ৪৭২৯.৩০পয়েন্টে অবস্থান করছে।

উল্লেখ্য, গ্রীসে সিরিযা পার্টির বিজয়ের পরে ইউরো-জোনে থাকা না থাকা নিয়ে নতুন করে ধোয়াসা তৈরি হয়েছে গ্রিসে। ফলে যে কোন সময় বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশংখায় রয়েছে ইউরো জোনের দেশগুলো। আর তার প্রভাবে বেশ সতর্ক ভাবেই বাজার পর্যাবেক্ষন করছেন মার্কিন বিনিয়োগকারিরা। একারণেই বাজারে সূচক ও লেনদেন কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *