আরসিবিসির বিরুদ্ধে মামলা করল বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করল বাংলাদেশ ব্যাংক। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক হিসাবে থাকা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি হয় ৮১ মিলিয়ন ডলার। তিন বছর পরে ওই ঘটনায় মামলা দায়ের করল বাংলাদেশ।

চুরির এ ঘটনাকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হ্যাকিং হিসাবে। স্থানীয় সময় গত বৃহস্পতিবারে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট ম্যানহ্যাটনে মামলাটি দায়ের করা হয়। এতে আরবিসি ও ব্যাংকটির ঊর্ধ্বতন ডজন খানেক কর্মকর্তাকে আসামি করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, কয়েক বছর ধরে ‘জটিল ষড়যন্ত্রের মাধ্যমে’ আসামিরা বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্থ হাতিয়ে নেয়।

এর আগে মামলা দায়ের হওয়ার বিষয়ে গত ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন, অর্থ উদ্ধারে নিউইয়র্ক ফেডের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা হয়েছে। গত বৃহস্পতিবার মামলা হওয়ার পরই বিষয়টি সবাই জানতে পারবে।

অবশ্য মামলায় টাকার পরিমাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফজলে কবির বলেছিলেন, মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলটি দেশে ফিরলে টাকার পরিমাণের বিষয়ে জানানো হবে। মামলা দায়ের করতে নিউইয়র্কের আইনি সেবাদাতা প্রতিষ্ঠান কোজেন ও’কনরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ব্যাংক। মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আরসিবিসি কোনো প্রতিক্রিয়া দেয়নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে। কিন্তু আরবিসি যুক্তরাষ্ট্রের ল ফার্ম কুইন ইমানুয়েলকে মামলা লড়ার দায়িত্ব দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *