ইউরোপের শেয়ারবাজারে নেতিবাচক লেনদেন

euস্টকমার্কেট ডেস্ক :

তেল ও জ্বালানী খাতের অস্থরতার জন্য লেনদেনে নেতিবাচক প্রভাব লক্ষ্যকরা গেছে ইউরোপের শেয়ারবাজারে। বৃহস্পতিবার দিনের শুরুতেই সুচকের পতন শুরু হয় এবং শেষ পর্যন্ত তা অব্যহত থাকে।

বিশ্লেষকদের মতে, তেল ও জ্বালানি খাতে অস্থিরতার জেরে বিনিয়োগকারিরা মুখ ফিরিয়ে নেওয়ায় বাজারে এই সুচক পতন ঘটেছে। দিনেরশেষে FTSEurofirst 300 index of top European shares ০.৩ শতাংশ কমে ১৩৩.২৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ব্রিটেনের FTSE 100 ইন্ডেক্স ০.১ শতাংশ, ফ্রান্সের CAC INDEX  কমেছে ০.৪ শতাংশ এবং জার্মানির DAX INDEX কমেছে ০.১ শতাংশ কমেছে।

সূত্র : সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *