ইতিবাচক ধারায় বড় মূলধনী কোম্পানি

dse-30নিজস্ব প্রতিবেদক :

একটানা নিম্নমুখী প্রবণতার পর বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে এসেছে। তবে সপ্তাহজুড়ে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার ইতিবাচক ধারায় আসছে। এসব শেয়ারের দর বাড়ার কারণে সার্বিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তাদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অধিক অংশগ্রহণের কারণে কিছুটা কৃত্রিমভাবে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে।

শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস মূল্যসূচক বেড়েছে। বাকি দুই কার্যদিবস সূচক কমেছে। ফলে সপ্তাহ শেষে মূল্যসূচক, বাজার মূলধন ও লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে।

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় উঠে এসেছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান। ফলে সুচক আর লেনদেনে আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের।

তাদের মতে, শেয়ারবাজারে সদ্য আইপিওতে আসা নতুন শেয়ারগুলোর প্রভাব বেড়েছে। নতুন শেয়ার বাজারের সূচক একদিনে ১০০ পয়েন্ট যোগ করাতে পারে, তেমনি পারে সূচককে তলানিতে নিতে। তবে বড় মূলধনী নতুন কোম্পানির ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বেড়েছে ৩.৯৭ শতাংশ বা ১৮৯ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছিল ১.৭০ শতাংশ বা ৮৪ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *