ইন্টারনেটের গতি কমার সংবাদটি সঠিক নয় : বিএসসিসিএল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল) ক্যাবল মেরামত/রক্ষণাবেক্ষণ জনিত কারণে আগামী তিন দিন ইন্টারনেটের গতি কম থাকবে মর্মে প্রচারিত সংবাদটি সঠিক নয়।

আজ রবিবার গনমাধ্যমে পাঠানো এক নোটিসে বিএসসিসিএল এ কথা জানায়।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল) এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, সম্প্রতি দৈনিক জনকণ্ঠসহ কতিপয় সংবাদ মাধ্যমে বিএসসিসিএল এর বরাত দিয়ে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবল মেরামত/রক্ষণাবেক্ষণ জনিত কারণে আগামী তিন দিন ইন্টারনেটের গতি কম থাকবে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলে মেরামতজনিত কারণে সেবা বিঘ্নিত হবার তথ্যটি সঠিক নয়। বর্তমানে বিএসসিসিএল এর আওতাধীন দুইটি সাবমেরিন ক্যাবলের কোনটিতেই কোন মেরামতের কাজ চলমান নেই এবং নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান অব্যাহত রয়েছে।

প্রতিষ্ঠান আরো জানায়, সময় সময় সাবমেরিন ক্যাবল মেরামত বা দুর্ঘটনাজনিত কারণে বিএসসিসিএল এর সেবা বিঘ্নিত হলে কর্তৃপক্ষ যথাসময়ে বিষয়টি তা সংশ্লিষ্ট সকলকে অবহিত করে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *