ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মক টেস্ট সোমবার

DSE LOGOস্টকমার্কেট ডেস্ক :

স্থির মূল্যের অধীনে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের সফল লাইভের জন্য আগামী ৪ সেপ্টেম্বর সোমবার পরীক্ষামূলক অনলাইন লাইভ (মক টেস্ট) অনুষ্ঠিত হবে। এ জন্য ডিএসই যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেদিন ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ ও একচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস্, ২০১৫-এর সর্বশেষ সংশোধনী গেজেট ভুক্ত করা হয় গত ৬ জুলাই । এই সংশোধনী অনুযায়ী এখন থেকে স্থির মূল্যে সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডিএসই ও সিএসইর যৌথ নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস)-এর মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে।

৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটায় যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের এ মক টেস্ট অনুষ্ঠিত হবে। মক টেস্টের জন্য ওয়েবসাইটের ঠিকানা     http://bbsbangladesh.com:9000/

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *