ই-সিম চালু করল রবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-সিম চালু করেছে মোবাইল অপারেটর রবি। এর মাধ্যমে দেশের সেরা ইন্টারনেট সেবা নিতে পারবেন গ্রাহক। ই-সিম কাজ করে এমন হ্যান্ডসেট দিয়ে রবি গ্রাহকরা সুরক্ষিত এই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।

রবি জানায়, ই-সিম ব্যবহার করে রবির প্রি-পেইড এবং পোস্ট-পেইড গ্রাহকরা তাদের স্মার্টফোন থেকে কাঙ্ক্ষিত পণ্য ও সেবাগুলো সরাসরি সক্রিয় এবং উপভোগ করতে পারবেন। ই-সিম চালু করতে রবি সার্ভিস সেন্টার অথবা অনলাইনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে।

যেহেতু ভার্চুয়াল হওয়ায় ই-সিম হারানো নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পাশাপাশি স্মার্টফোনে সিম কার্ড প্রবেশ করানো এবং খোলার ঝামেলাও এড়াতে যাবে। ব্যবহারকারীরা তাদের ফোনে একাধিক ই-সিম সংরক্ষণ এবং ব্যবহার করতে পারবেন। ই-সিমের কিউআর কোড হারিয়ে গেলে যতবার প্রয়োজন তা ডাউনলোড করা যাবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *