ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে : সেতু সচিব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন জানিয়েছেন, পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতির ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো মানা হলে ঈদের পরও মোটরসাইকেল চলতে দেওয়া হবে।

আজ বুধবার বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মনজুর হোসেন বলেন, পদ্মা সেতুতে অন্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি ৬০ কিলোমিটার রাখার শর্ত দেওয়া হয়েছে। চালকরা যেন এ শর্ত মেনে চলেন। তাহলে ঈদযাত্রা নিরাপদ হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

প্রায় ১০ মাস পর আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে কয়েকটি শর্তে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল
বিজ্ঞপ্তিতে যেসব শর্তের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে হবে। মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না। সেতুতে ওভারটেকও করা যাবে না।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *