উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,২৭৮ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ১৬.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ২৫ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৭টির। আর দর অপরিবর্তিত আছে ৮০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম,
গ্রামীনফোন লিমিটেড, রহিমা ফুড, বিএটিবিসি ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৬৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৬৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৭ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *