ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। আজ মঙ্গলবার লেনদেনের প্রথম এক ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ১৭.৯৬ পয়েন্ট। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স বেড়েছে ৪.৫২ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩৫টির দর বেড়েছে, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। এ সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৫০ কোটি ৯৭ লাখ টাকা।

প্রথম ঘণ্টার লেনদেন শেষে লেনদেনের শীর্ষে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৯৭ লাখ টাকা।

অপরদিকে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসইএক্স ৪.৫২ পয়েন্ট বেড়ে ৮৬২৩.২৪ পয়েন্টে অবস্থান করছিল। লেনদেন হয়েছে ৫ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুরলোর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *