ঋণখেলাপিরা আর কোনো সুবিধা নিতে পারবেন না

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যেসব ঋণখেলাপি শতকরা ২ ভাগ ডাউন পেমেন্টের সুবিধা নিয়েছেন তারা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আর কোনো ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন আদালত।

আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শামীম খালেদ ও মো. মনিরুজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *