এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবারের প্রাক-বাজেট আলোচনা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের কর-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। এ আলোচনা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।

আগামীকাল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক-বাজেট আলোচনা শুরু করবেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর ধারাবাহিকভাবে শুল্ক, ভ্যাট ও আয়কর বিষয়ে খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটে আলাদা প্রাক-বাজেট আলোচনা হবে।

দেশের শিল্প বিকাশে বিভিন্ন খাতের প্রতিনিধিরা প্রাক-বাজেট আলোচনায় কর-সংক্রান্ত যেসব প্রস্তাব দেবেন, সেগুলো পর্যালোচন ও যাচাই-বাছাই করে বাজেটে অন্তর্ভুক্ত করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করবে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *