এনার্জিপ্যাকের কাট-অফ-প্রাইস ৩৫ টাকা; সর্বোচ্চ দর ৮৫ টাকা

energypac-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের বিডিংয়ের (নিলাম) মাধ্যমে কাট-অফ প্রাইস নির্ধারণ হয়েছে ৩৫ টাকা। নির্ধারিত সময়ের বিডিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই শেয়ারের সর্বোচ্চ দর প্রস্তাব করে ৮৫ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিডিংয়ে সব চেয়ে বেশি দর প্রস্তাব আসে ২৫ টাকায়। এই দরে মোট ৪৩টি দর প্রস্তাব আসে। এই দরে মোট ৫২ শতাংশের বেশি শেয়ারের দর প্রস্তাব করে বিডাররা।

এছাড়া তিন দিনের এই বিডিংয়ের সর্বোচ্চ দর প্রস্তাব আসে ৮৫ টাকা আর সর্বনিম্ন দর আসে ১৬ টাকা। এই দুটো দর প্রস্তাব করে একটি করে প্রতিষ্ঠান।

দর প্রস্তাবে দ্বিতীয় সর্বোচ্চ ছিল ৩৫ টাকার দরটি। এই দরে মোট চাহিদার ২৮.৭৫ শতাংশ শেয়ারের দর প্রস্তাব করা হয়।

এছাড়া ২০ টাকা দরে ১১টি, ৩০ টাকা দরে ১৪টি, ৩৩ টাকা দরে ১০টি, ৪০ টাকা দরে ২৯টি ও ৫০ টাকা দরে ১৮টি দর প্রস্তাব করা হয়েছে।

আর ৫০ এর উপরে ৮৫ টাকার মধ্যে মোট ১০টি দর প্রস্তাব এসেছে আলাদা আলাদা দরে।

কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

মূলধন সংগ্রহের মাধ্যমে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ( পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *