এপ্রিলে রেকর্ড ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ, এপ্রিল মাসে ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। যা চলতি অর্থবছরে এক মাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক, এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদ উপলক্ষে সাধারণত প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া, বাংলাদেশ সরকার এখন রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, পাঁচটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এপ্রিল মাসে ৩৫ কোটি ৪৮ লাখ ৯০ হাজার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ১৬ কোটি ১২ লাখ ৭৪ হাজার, বিদেশি ব্যাংক ৭০ লাখ ৩৫ হাজার ও দুটি বিশেষায়িত ব্যাংক ৩৪ লাখ ৫১ হাজার ডলার রেমিট্যান্স পেয়েছে।

২০২১-২২ অর্থবছরের মার্চে বাংলাদেশ ১৮৫ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছিল।

২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসের মধ্যে জুলাইয়ে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার, আগস্টে ১৮১ কোটি, সেপ্টেম্বর মাসে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বর ১৫৫ কোটি ৩৭ লাখ, ডিসেম্বরে ১৬২ কোটি ৯০ লাখ, জানুয়ারিতে ১৭০ কোটি ৪৪ লাখ, ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৬০ লাখ এবং মার্চে ১৮৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *