এবারো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঝুঁকিতে ইনটেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড এবারো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঝুঁকিতে রয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে দীর্ঘদিন ভালো লভ্যাংশ ঘোষণা করে আসা কোম্পানিটি গত কয়েক বছর হলো শেয়ারহোল্ডারদের জন্য আশানূরূপ লভ্যাংশ ঘোষণা করতে পারছে না। ব্যবস্থপনা বোর্ড পরিবর্তন করে বড় ধরণের লোকসানের দিকে যাওয়ায় সর্বশেষ বছরেও লভ্যাংশ না দেওয়ার সম্খবনা দেখা দিয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের প্রথম প্রান্তিকের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। এর পর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের কোম্পানিটির লোকসান হয়েছে যথাক্রমে ২৮ পয়সা ২২ পয়সা। এই হিসাবে ২০২১-২০২২ অর্থ বছরে এই কোম্পানিটিকে বড় ধরণের লোকসানে থাকতে হবে।

গত ২০০৪ সালে ইনটেক লিমিটেড ইনটেক অনলাইন লিমিটেড নামে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকেই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ প্রদান করে আসছিল কোম্পানিটি।

তালিকাভুক্তির বছরেই কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে। এর পরের বছর ২০০৫ সালেও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল। এরপর ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিবছরই ১০ শতাংশ করে বোনাস লভ্যাংশ প্রদান করে কোম্পানিটি।

এর পরের বছর থেকেই খড়া শুরু হয় লভ্যাংশ প্রদানে। ২০১৯ সালে ও ২০২১ সালে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। তবে ২০২০ সালে মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বিগত বছরগুলোতে শেয়ারবাজারের আইটি খাতের প্রতিটি কোম্পানি ভালো ব্যবসা করলেও পিছিয়ে আছে ইনটেক লিমিটেড। নতুন ব্যবস্থপনা বোর্ড পরিবর্তন কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার জোওয়ার ফিরিয়ে আনতে পারবে কিনা সে দিকে দৃষ্ট রয়েছে শেয়ারহোল্ডারদের।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *