এসএমই উন্নয়নের সবাইকে এগিয়ে আসতে হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বললেন, দেশের শতকরা ৯৮ শতাংশের বেশি শিল্প প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি। অথচ তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণের পরিমাণ পর্যাপ্ত নয়। ঋণের বিপরীতে সুদের হারও অনেক বেশি। তাই দেশের অর্থনীতির প্রাণ এসএমই খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। সেই সাথে তাদের প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাও প্রয়োজন বলে মনে করেন তিনি।

আজ রবিবার অনলাইনে আয়োজিত এশীয় নারী-উদ্যোক্তা সামিটের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বেশিরভাগই কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই ক্ষতি কাটিয়ে উঠে অর্থনীতির মূল ধারায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি)-এর সভাপতি মানতাশা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাহসিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *