‘এ’ ক্যাটাগরিতে উন্নীত ফার কেমিক্যাল

farস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে কোম্পানিটির উদ্যোক্তা কিম জং সুক তার ধারণকৃত ২ কোটি ৬৪ লাখ ৬ হাজার শেয়ারের মধ্যে ৪৪ লাখ ১ হাজার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন হবে।

ডিএসইতে গতকাল এ শেয়ারের দর বাড়ে ৬ দশমিক ১৩ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা। দিনভর দর ৩৬ টাকা ১০ পয়সা থেকে ৩৯ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৮ টাকা ১০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৩৮ টাকা ৫০ পয়সায়। এদিন ১ হাজার ৩৮৩ বারে এর মোট ১৪ লাখ ৩৮ হাজার ৫০০ শেয়ার লেনদেন হয়। গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৪২ টাকা ৯০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *