ওটিসি মার্কেট কার্যক্রম বন্ধ হচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের শেয়ারবাজারের ‘ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি)’ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, “বাংলাদেশের দুই শেয়ারবাজারে যে ওটিসি মার্কেট ছিল, সেটাকে অকার্যকর করা হয়েছে।”

২০০৯ সালে বাংলাদেশের শেয়ারবাজারে ওটিসি মার্কেট চালু হয়েছিল।

বাংলাদেশের মূল শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত কোম্পানির এবং অতালিকাভুক্ত শেয়ার লেনদেন করার জন্য ওটিসি মার্কেট চালু হয়।

বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১টি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪৭টি কোম্পানি ওটিসিতে তালিকাভুক্ত আছে। কোনো কোনো কোম্পানি দুই শেয়ারবাজারেই তালিকাভুক্ত আছে।

রেজাউল বলেন, ওটিসি মার্কেটে তালিকাভুক্ত ২৩টি কোম্পানিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে পাঠানো হয়েছে। ১৮টি কোম্পানিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) পাঠানো হয়েছে। বাকি কোম্পানিগুলোকে শেয়ারবাজার থেকে বের হয়ে যাওয়ার পরিকল্পনায় রাখা হয়েছে। সূত্র : বিডি নিঊজ২৪

স্টকমার্কেটবিডি/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *