করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব সিপিডির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামে সাধারণ মানুষ দিশাহারা। আয়ের বড় একটি অংশ চলে যাচ্ছে চাল, ডাল ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে। এমন বাস্তবতায় মূল্যস্ফীতির জাঁতাকল থেকে মানুষকে মুক্তি দিতে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডি বলেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ পিষ্ট হচ্ছে। অথচ সরকারি তথ্য বলছে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে। মাঠের বাস্তবতা সরকারি তথ্যের বিপরীতমুখী, এ অভিযোগ তুলে সিপিডির প্রস্তাব, আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানো হোক।

উল্লেখ্য, বর্তমানে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা, এই সীমা পর্যন্ত মানুষকে কর দিতে হয় না। এর বেশি আয় হলে কর দিতে হয়।

আজ রবিবার রাজধানীর ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে ‘পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি কোন পথে?’ শিরোনামে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি। তারা বলে, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের পরিসর আরও বাড়ানো উচিত। যে কটি খাতে সরকার ভর্তুকি দিচ্ছে, আগামী কয়েক মাস তা অব্যাহত রাখার আহ্বান জানায় তারা। সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির তাগিদ দিয়েছে সিপিডি।

রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম, সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *