কর জমার শীর্ষ-১০ এ তালিকাভূক্ত সাত কোম্পানি

nrbস্টকমার্কেট ডেস্ক :

২০১৪-১৫ অর্থবছরে শীর্ষ ১০টি কোম্পানির কাছ থেকে ৪ হাজার ৭৫২ কোটি টাকা কর্পোরেট কর হিসেবে আদায় হয়েছে। তার আগের বছর আদায় করেছে মোট ৪৮ হাজার ৫২৫ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানা যায়।

গত ২০১৪-১৫ অর্থবছরে দেশের শীর্ষ করদাতা প্রতিষ্ঠান টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন। এ সময় গ্রামীণফোন প্রতিষ্ঠানটি মোট ১ হাজার ৪৯৫ কোটি ৮৭ লাখ ৮ হাজার ২৭৬ টাকা কর দিয়েছে। প্রতিষ্ঠানটির মোট আয় ৩ হাজার ৭৭২ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ৬০৫ টাকার বিপরীতে উক্ত কর পরিশোধ করেছে।

সম্প্রতি কর দেওয়ার দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষস্থানীয় ১০টি কোম্পানিগুলোর মধ্যে সাতটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গত ২০১৪-১৫ অর্থবছরে ব্যাংকটি ১ হাজার ৩৪৬ কোটি ৩ লাখ টাকা আয় করেছে। কর পরিশোধ করেছে ৫৭০ কোটি ৯৫ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক আয় করেছে ১ হাজার ৮৮ লাখ টাকা। এর বিপরীতে কর দিয়েছে ৫১০ কোটি টাকা।

চতুর্থ থেকে দশম স্থানে থাকা প্রতিষ্ঠানগুলো যথাক্রমে এইচএসবিসি ৪৫৪ কোটি টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড ৩৬৩ কোটি টাকা, তিতাস গ্যাস লিমিটেড ৩২৪ কোটি টাকা, পূবালী ব্যাংক ২৮৩ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ২৫৭ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক ২৪৭ কোটি টাকা ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা ২৪৭ কোটি টাকা।

গত অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন ৪০ শতাংশ হারে কর দিয়েছে। অন্যদিকে সিগারেট কোম্পানি হিসেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডকে সর্বোচ্চ ৪৫ শতাংশ হারে কর দিতে হচ্ছে। তালিকায় থাকা অন্যান্য ব্যাংকগুলো কর দিয়েছে সাড়ে ৪২ শতাংশ হারে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *