কারখানায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে কনফিডেন্স সিমেন্ট

confidence-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিজেদের কারখানায় ৫ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ক্যাপটিভ পাওয়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিদ্যুৎকেন্দ্রটির মাধ্যমে কোম্পানিটির ৩ নম্বর ইউনিটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এটি হবে কোম্পানিটির কারখানায় স্থাপিত দ্বিতীয় ক্যাপটিভ পাওয়ার প্লান্ট।

সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পর্ষদ গত বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সভায় বগুড়ায় ১১৩ মেগাওয়াটের দুটি, রংপুরে ১১৩ মেগাওয়াটের একটি ও চট্টগ্রামে ৫৪ দশমিক ৩৬৩ মেগাওয়াট সক্ষমতার একটিসহ মোট চারটি বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। কনফিডেন্স সিমেন্টের সহযোগী কোম্পানি কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চারটির মোট উৎপাদন সক্ষমতা ৩৯৩ দশমিক ৩৬৩ মেগাওয়াট। চারটি বিদ্যুৎকেন্দ্রই বর্তমানে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।

সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসে কনফিডেন্স সিমেন্টের ৪১ শতাংশ মালিকানা রয়েছে। এইচএফওভিত্তিক চারটি বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫ বছরের জন্য বিদ্যুৎ কেনার চুক্তি করেছে বিপিডিবি।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *