কাসেম সিল্ক ও কাসেম টেক্সটাইল মিলসের পরিচালকদের জরিমানা

bsec-1-696x372স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে কাসেম সিল্ক মিলস ও কাসেম টেক্সটাইল মিলস লিমিটেডের প্রত্যেক পরিচালকদেরকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার অনুষ্ঠিত কমিশন ভবনে কমিশনের ৭৪৩ তম কমিশন সভায় এসব জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালের আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় এসব জরিমানা করা হয়েছে।

তবে কোম্পানি দুটির স্বতন্ত্র পরিচালকদের এই জরিমানা করা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *