কেডিএসের নতুন প্যাকেজিং থেকে আয় হবে ১৩ মিলিয়ন ডলার

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিডিটেড নতুন প্যাকেজিং লাইনের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এই প্যাকেজিং লাইনে সম্পূর্ণভাবে কাজ করলে কোম্পানিটির বছরে ১৩ মিলিয়ন ডলারের বেশি আয় আসবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি দাবি করছে, এজন্য বছর ব্যাপী কেডিএসকে শতভাগ উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর পরীক্ষামূলক উৎপাদন শুরু করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা টাকায় নির্মিত এই কারখানাটি।

কয়েকমাস আইপিওর মাধ্যমে ২৪ কোটি টাকা তোলার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। বিএসইসির ৫৪৫তম সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি এজন্য ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে।

নতুন এই ইউনিট দিয়ে কোম্পানিটি প্রতিদিন ৪৫ হাজার কার্টুন পণ্য উৎপাদন করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *