কেডিএসের বাটন ও হ্যাঙ্গার বর্ধিত প্রকল্পের উৎপাদন শুরু

kds-smbdস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এ্যাক্সোসরিজ  লিমিটেড বাটন ও হ্যাঙ্গারের বর্ধিত প্রকল্পের কাজ শেষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, এই কোম্পানির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক, কোম্পানির বাটন প্রকল্পের সম্প্রসারণ ও হ্যাঙ্গার প্রকল্প সম্পন্ন হয়েছে। সফল পরীক্ষামূলক কার্যক্রম শেষে গত ১০ আগস্ট কোম্পানি এসবের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কারখানার সক্ষমতা পূর্ণভাবে কাজে লাগাতে পারলে প্রকল্পে প্রকল্পে প্রতিদিন মোট বাটন ২৮০ জিজি ও ১ লাখ ৫০ হাজার পিস হ্যাঙ্গার উৎপাদন করা যাবে। অানুমানিক হিসাব মোতাবেক, যার মাধ্যমে প্রতি মাসে কোম্পানির ২ কোটি ৮ লাখ  ৩০ হাজার ও বছর শেষে ২৫ কোটি টাকা মুনাফা হবে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ড বাটন প্রকল্পের সম্প্ররণ ও হ্যাঙ্গার প্রকল্প আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় বলে কােম্পানিটি জানিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *