কৌশলগত বিনিয়োগকারী খুঁজতে ফের সময় পেলো সিএসই

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৌশলগত বিনিয়োগকারী (স্ট্র্যাটেজিক পার্টনার) খুঁজে বের করতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) আরো এক বছর সময় বাড়িয়ে দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা। নতুন সময় অনুসারে সিএসইকে আগামী বছরের (২০১৯ সালের) ৮ মার্চের মধ্যে কৌশলগত বিনিয়োগকারী চূড়ান্ত করতে হবে।

বুধবার (০৭ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৩তম কমিশন সভায় সিএসইকে নতুন করে এ সময় দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৫ মার্চ সিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ওইদিন নতুন করে আরো এক বছর সময় চেয়ে আবেদন করে সিএসই কর্তৃপক্ষ। এ নিয়ে সিএসইকে চার দফা সময় বাড়িয়ে দেওয়া হলো।

কৌশলগত বিনিয়োগকারী চূড়ান্ত করতে চলতি বছরের ৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো বিএসইসি। সেই সময় শেষ হওয়ার একদিন আগেই নতুন করে আরও এক বছর সময় বাড়ালো কমিশন।

কমিশন বলছে, যোগ্য কৌশলগত বিনিয়োগকারী নির্ধারণে সিএসই কাজ করছে। এরইমধ্যে ৪৬টি স্টক এক্সচেঞ্জে ও ৪২টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে চিঠি পাঠিয়েছে।

এ বিষয়ে কমিশনের নিবার্হী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের সভায় সিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ এর ১৪(১) ধারার ক্ষমতা বলে কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করাসহ এ সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে প্রতিষ্ঠানটিকে আরও এক বছর সময় দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *