ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন বেড়েছে ২৩ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নগদ অর্থের বিকল্প হিসেবে গ্রাহকরা এখন ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেনের দিকে ঝুঁকছেন। বছরের ব্যবধানে কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে ২৩ দশমিক ৪৩ শতাংশ। যা টাকার হিসাবে এক হাজার ৫৯৪ কোটি ৭০ লাখ টাকা। ব্যাংকাররা বলছেন- মহামারির কারণে গ্রাহকরা ক্রেডিট কার্ডেই বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন। এ কারণে লেনদেন বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ আট হাজার ৪০০ কোটি ৭০ লাখ টাকা। যা গত বছরের (২০১৯) একই সময়ে লেনদের পরিমাণ ছিল ছয় হাজার ৮০৬ কোটি টাকা।

তথ্যমতে, বিদায়ী বছরের ডিসেম্বর মাসে সর্বোচ্চ গ্রাহক লেনদেন করেছের ক্রেডিট কার্ডের মাধ্যমে। যা গত বছরের একই মাসের চেয়ে দশমিক ৮৪ শতাংশ। ২০২০-এর ডিসেম্বরে গ্রাহক ২৬ লাখ ২৬ হাজার বার লেনদেন করেছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। যা এর আগের বছরে (২০১৯) একই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ২৫ লাখ ৪২ হাজার বার লেনদেন হয়েছিল।

গত বছরের তুলনায় নতুন করে কার্ডধারীর সংখ্যা বেড়েছে। গত বছরের (২০১৯) একই সময়ের তুলনায় ডিসেম্বরে ব্যাংক এবং ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের ইস্যুর হার বেড়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ বা এক লাখ ৩৯ হাজার ৬১৪টি।

একই সঙ্গে বেড়েছে কার্ডধারীর সংখ্যা। ডিসেম্বর পর্যন্ত ক্রেডিট কার্ডধারী গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৭ হাজারে। যা গত বছরের একই মাসে ছিল ১৫ লাখ ৩৭ হাজার গ্রাহক।

২০২০ সালের দ্বিতীয়ার্ধে ব্যাংক ও এনবিএফআই’র ক্রেডিট কার্ড ব্যবসার অগ্রগতি হয়েছিল। তবে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে দেশে প্রায় দুই মাস ধরে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পরিস্থিতি কিছুটা খারাপের দিকে ছিল। তাদের বিকল্প কোনো কিছু না থাকাই গ্রাহকেরা নগদের পরিবর্তে কার্ডভিত্তিক লেনদেন করেছিল। ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনও বেড়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের ডিসেম্বর ডেবিট কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে ১৬ দশমিক শ্যন্য ৮ শতাংশ বা ১৩ হাজার ৭৪০ কোটি ৫০ লাখ টাকা।

২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে লেনদেন হয়েছে ৯৯ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা। যা তার আগের বছরের (২০১৯) একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৮৫ হাজার ৪৫৩ কোটি ৬০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *