গুলশানের নাভানা টাওয়ারে অগ্নিকাণ্ড

Navna-tower-Fireস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট গিয়ে তা নিভিয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পরিদর্শক আতাউর রহমান জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে গুলশান ১ নম্বর সার্কেলের নাভানা টাওয়ারে আগুন লাগার খবর পান তারা।

“নিচতলায় গোডাউনের মতো একটা জায়গা থেকে আগুন লেগেছিল। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।”

এ ঘটনায় কেউ হতাহত হননি। কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল তা জানাতে পারেননি আতাউর রহমান।

গুলশানের বাণিজ্যিক এলাকায় ২৩ তলা নাভানা টাওয়ার ঢাকার অন্যতম উঁচু ভবন। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় ছাড়াও এ ভবনের নিচের কয়েকটি ফ্লোরে রয়েছে বিপণি বিতান।

দুপুরের পর পর নাভানা টাওয়ারে আগুন লাগলে দূর থেকেও ওই ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অনেকেই সেই ছবি ও ভিডিও ফেইসবুকে শেয়ার করেন। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *