গ্লাক্সোস্মিথক্লাইনের লেনদেনে শেয়ারবাজারে রেকর্ড উত্থান

index upস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার গ্লাক্সোস্মিথক্লাইনের লেনদেন হয়েছে। এই কোম্পানির সব শেয়ার হাতবদল হওয়ায় আজ শেয়ারবাজারে রেকর্ড উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে সবগুলো সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে জানা যায়, গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্ট লিমিটেড ৩০ কার্যদিবসের মধ্যে তাদের হাতে থাকা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভি’র কাছে হস্তান্তর করবে। এই লেনদেন হবে ব্লক মার্কেটের মাধ্যমে।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ২৫৪৩ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৬৮ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ২৯১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২টির। আর দর অপরিবর্তিত আছে ২৩৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইন্দো বাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, লিন্ডে বিডি, সিটি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যূরেন্স, এসিআই লিমিটেড ও দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেড

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১হাজার ২৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫১ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৬৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ও এক্সিম ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *