চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২৫ তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারন সভা আজ বৃহস্পতিবার চট্টগ্রামে অবস্থিত সিএসই এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহীম।

এবার সিএসই এর বার্ষিক সাধারন সভা বিএসইসি এর নির্দেশনা অনুযায়ী ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্পন্ন করেছে।

এ বার্ষিক সাধারন সভায় সিএসই এর পরিচালক প্রফেসর এস এম সালামাত উল্লাহ ভুইয়া, জনাব এস. এম. আবু তৈয়ব, জনাব সোহেল মোহাম্মদ শাকুর, জনাব মো. লিয়াকত হোসেইন চৌধুরী,এফসিএ, এফিসিএমএ, ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম, জনাব সৈয়দ মোহাম্মদ তানভির, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, জনাব মো: সিদ্দিকুর রহমান, মোহাম্মেদ মহিউদ্দিন, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. গোলাম ফারুক এবং জনাব রাজীব সাহা এফসিএস, কোম্পানি সেক্রেটারি উপস্তিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগণ ২০২০-২০২১ সালের জন্য ৪% নগদ লভ্যাংশ প্রদানের জন্য আনুমোদন দেন এবং কোম্পানী আইন এর দ্বিতীয় সংশোধনী অনুযায়ী চিটাগং স্টক এক্সচেঞ্জ লি. এর নাম পরিবর্তন করে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি করার প্রস্তাব অনুমোদন করা হয়।

শেয়ারহোল্ডারগণ প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: রেজাউল ইসলাম কে সিএসই এর পরিচালক হিসাবে নির্বাচিত করেন। এখানে উল্লেখ্য অ্যাডভোকেট মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী ,চেয়ারম্যান, নির্বাচন পরিচালনা করেন।
উল্লেখ্য যে, এ বছর শেয়ারহোল্ডারদের নির্বাচনও ডিজিটাল প্ল্যাটর্ফম ব্যবহার করে সম্পন্ন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *