চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি ২০২০-২১ অর্থ-বছরে বাংলাদেশের জন্য অত্যন্ত কম অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের হিসাবে, এই অর্থ-বছরে প্রবৃদ্ধি হতে পারে মাত্র ১.৬ শতাংশ। তবে বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বরে চলমান অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করেছে।

সম্প্রতি ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস ফর জানুয়ারি ২০২১’ শিরোনামে এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংক জানিয়েছে, আগামী অর্থ-বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ বাড়বে।
সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই অর্থ-বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৭ শতাংশ।
বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নীতিনির্ধারকরা মহামারীকে নিয়ন্ত্রণ করতে এবং বিনিয়োগ-বর্ধনমূলক সংস্কার প্রবর্তন না করলে বিভিন্ন কর্মসূচি পুনরায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্যাংকের এই রিপোর্টে বলা হয়, করোনা মহামারির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলের উৎপাদন ব্যবস্থা ব্যাপক হারে ক্ষতির মুখে পড়েছে যার ফলে দারিদ্রতা এবং বেকারত্ব স্পষ্টভাবে বেড়েছে।

সূত্র: বিজনেজ স্ট্যান্ডার্ড

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *