চাকরি হারাল টুইটারের আরও ২০০ কর্মী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অন্তত আরও ২০০ জন কর্মী ছাঁটাই করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী সংখ্যার প্রায় ১০ শতাংশ দ্বিতীয় দফায় চাকরি হারাল। ছাঁটাই হওয়া কর্মীদের মাঝে টুইটার পেমেন্টস বিভাগের প্রধান নির্বাহী ইথার ক্রফোর্ডও রয়েছেন।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, অনেক কর্মী সকালে ঘুম থেকে উঠে দাপ্তরিক ই-মেইলে আর প্রবেশ করতে পারছিলেন না। এভাবেই তারা বুঝে যান, টুইটারে আর তাদের চাকরি নেই।

এদের মধ্যে আছেন ইথার ক্রফোর্ড, সিনিয়র প্রডাক্ট ম্যানেজার মার্টিন ডি কুইপার। মার্টিন টুইটারেই এক পোস্টে লেখেন, আমার ই-মেইল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এটা দেখতেই যেন ঘুম থেকে উঠলাম। অন্যদিকে ইথার লেখেন, আমি আমার দল নিয়ে খুবই গর্বিত।

গেল বছরের অক্টোবরে টুইটারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। প্রায় সাড়ে সাত হাজার কর্মী থেকে এখন টুইটারের কর্মী সংখ্যা প্রায় দুই হাজার। সেই দুই হাজার থেকেও এবার ২০০ জনকে ছাঁটাই করল টুইটার।

তবে এ বিষয়ে গণমাধ্যমে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *