চীনের দ্বিতীয় বৃহত্তম ই-কমার্স ব্যবসা চায় বাংলাদেশে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আলীবাবার পর এবার চীনের দ্বিতীয় বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান জেডিডটকম বাংলাদেশে ব্যবসার প্রস্তাব দিয়েছে। মূল প্রতিষ্ঠান প্রেস্টিজ ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি লিমিটেড সরকারের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, এরই মধ্যে তারা পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। এখন তারা দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি বাংলাদেশে বাণিজ্য করতে চাচ্ছে। প্রেস্টিজ ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান টিনা ইয়ং সম্প্রতি বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়ে এ বাণিজ্যিক প্রস্তাব দেন।

প্রতিষ্ঠানটি বলেছে, তাদের প্রস্তাব গৃহীত হলে তারা জেডিডটকমের ওয়েবসাইটে বাংলাদেশের পণ্য নিয়ে একটি জাতীয় প্যাভিলিয়ন প্রতিষ্ঠা করবে। এর ফলে একদিকে যেমন বাংলাদেশের মানসম্পন্ন পণ্য সম্পর্কে চীনের ভোক্তারা জানতে পারবেন। তেমনি বাংলাদেশি ক্রেতারাও এ প্রতিষ্ঠানের মাধ্যমে বৈশ্বিক পণ্যের বাজারে প্রবেশের সুযোগ পাবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দূতাবাসের মাধ্যমে তারা জেডিডটকমের প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা করেছেন। ওই সভায় ক্রসবর্ডার বাণিজ্যের বিষয়ে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। মতামত পেলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক প্রস্তাব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। জানা গেছে, ব্যবসার আকারের দিক থেকে চীনে আলিবাবা ডটকমের পরই আছে জেডিডটকম।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *