চীন ও যুক্তরাজ্যের শেয়ারবাজার সংযোগের পরিকল্পনা

(JPEG Image, 318 × 159 pixels)স্টকমার্কেট ডেস্ক :

ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বলেছেন, দুই দেশের শেয়ারবাজারের মধ্যে কীভাবে সংযোগ স্থাপন করা যায়, তা যাচাই করে দেখছে চীন ও যুক্তরাজ্য। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে চীনা ও ব্রিটিশ শেয়ার উভয় দেশে কেনাবেচা করা যাবে বলে জানান তিনি। গতকাল সাংহাই স্টক এক্সচেঞ্জে দেয়া এক ভাষণে এ কথা বলেন ব্রিটিশ অর্থমন্ত্রী। খবর বিবিসি।

জর্জ অসবর্ন বলেন, বিশ্বের সর্ববৃহত্ অর্থনীতিতে চলমান শ্লথগতি ও শেয়ারবাজারের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও যুক্তরাজ্য ও চীন নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখবে। তিনি সাংহাই স্টক এক্সচেঞ্জকে বৈশ্বিক শেয়ারবাজারে সৃষ্ট অস্থিরতার ‘উপকেন্দ্র’ বলে আখ্যায়িত করেন। চলতি বছরের জুনের পর থেকে এ পর্যন্ত এক্সচেঞ্জটির সূচকের পতন হয়েছে ৪০ শতাংশেরও বেশি।

যুক্তরাজ্য ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য অসবর্ন এখন চীন সফর করছেন। অক্টোবরে যুক্তরাজ্য সফরের কথা রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। এর মাধ্যমে ১০ বছরের মধ্যে প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট যুক্তরাজ্য সফরে যাচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *