ছুটির পর ঊর্ধ্বমুখী সূচক নিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু

index upস্টকমার্কেট ডেস্ক :

কোরবানির ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম দিনের লেনদেনে প্রথম আড়াই ঘণ্টায় সূচক বেড়েছে দেশের দুই শেয়ারবাজারেই।

রবিবার বেলা ১২টা ৪২ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৯ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে এ সময় ১৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে থাকা ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২টা ৩৮ মিনিট পর্যন্ত ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৮৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এ সময় লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। লেনদেনে থাকা ১৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *