জুলাইয়ের প্রথম দিন থেকেই প্রকল্পের অর্থ খরচ

ministry of financeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রকল্পে অর্থ বরাদ্দের দীর্ঘসূত্রীতা থেকে বের হচ্ছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে যেকোনো প্রকল্পের পরিচালক জুলাই মাসের প্রথম দিন থেকেই সরাসরি বরাদ্দের অর্থ খরচ করতে পারবেন।

সরকারের চলমান আর্থিক সংস্কারের অংশ হিসেবে `উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকায়’ সংশোধনী এনেছে অর্থবিভাগ। সংশোধিত নির্দেশনায় বাজেটের অর্থ ছাড়ের ক্ষেত্রে প্রকল্প পরিচালকদের ক্ষমতা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/ পরিদফতর/ অন্যান্য প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন প্রকল্পের বাংলাদেশ সরকার (জিওবি) অংশের বরাদ্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয় /বিভাগ হতে অর্থ ছাড়ের বিধান রয়েছে। এই প্রক্রিয়ায় অর্থছাড় পেতে কখনো কখনো ২/৩ মাস পর্যন্ত সময় লেগে যায।

এতে করে প্রকল্প বাস্তবায়নেরর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দেয়। ফলে প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নে সমস্যা হয়। এই অবস্থা থেকে উত্তোরণে নতুন এই পদক্ষেপ নিয়েছে অর্থ বিভাগ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *