জেএমআইয়ের আরো সিরিঞ্জ কিনবে স্বাস্থ্য অধিদপ্তর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে আরো ৩৯ কোটি ৬৪ লাখ টাকার সিরিঞ্জ কিনবে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

ইতিমধ্যে এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর কোম্পানিটকে একটি কার্যাদেশ দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় যে সব সিরিঞ্জ সরবরাহ করা হবে – Auto Disable AD Syringe-0.05ml, Auto Disable AD Syringe-0.5ml, Auto Disable AD Syringe-3ml ও Auto Disable AD Syringe-5ml.

সূত্র জানিয়েছে, ইপিআই কার্যক্রমের জন্য চারটি ধাপে ওই সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। প্রথম লটের সিরিঞ্জ সরবরাহ করা হবে ৩১ আনুয়ারি। এরপর যথাক্রমে ২৫ মার্চ, এরপর ২৯ এপ্রিল ২০ জুন তারিখে বাকী সিরিঞ্জগুলো সরবরাহ করা হবে।

গত সপ্তাহে কোম্পানিটির কাছ থেকে মোট ১৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সিরিঞ্জ কেনার আরেকটি ক্রয় আদেশ দেওয়া হয়।

করোনার টিকা প্রয়োগের জন্য পাঁচটি ধাপে এসব সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। জেএমআই সিরিঞ্জের কাছ থেকে প্রতিটি সিরিঞ্জ ৫ টাকা ৪০ পয়সা দরে কেনা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *