জেএমআই সিরিঞ্জের এমডি রাজ্জাকের জামিন বহাল হাইকোর্টে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করার অভিযোগের মামলায় শর্ত সাপেক্ষে জেএমআইর চেয়ারম্যান ও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের এমডি আবদুর রাজ্জাকের জামিন বহাল রেখেছেন হাইকোর্ট। আবদুর রাজ্জাকের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ দুদকের আবেদন খারিজ করে এ আদেশ দেন। নিম্ন আদালত থেকে আবদুর রাজ্জাককে দেওয়া জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে আবেদন করেছিল। এ আবেদনে জারি করা রুল খারিজ করে আজ মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আবদুর রাজ্জাকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

জামিন বহাল রাখার শর্ত হিসেবে বলা হয়েছে, বিচারিক আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। মামলাটি ছয় মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জামিনের অপব্যবহার করা হলে বিচারিক আদালত জামিন বাতিল করতে পারবে।

ঢাকার বিশেষ জজ আদালত গতবছর ১৫ অক্টোবর আবদুর রাজ্জাককে জামিন দেয়। এই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *