ট্রেজারী বন্ডের ১টি লেনদেন সম্পন্ন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বহুল প্রতিক্ষিত গভর্মেন্ট ট্রেজারী বন্ডের ১টি লেনদেন (১০০০X১০০) পরীক্ষামূলকভাবে সম্পন্ন হয়৷

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের টেডিং প্ল্যাটফর্মে এই লেনদেন অনুষ্ঠিত হয়।

উক্ত পরীক্ষামূলক লেনদেন অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেনদেন কার্যক্রম উদ্বোধন করেন৷ এসময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, ব্রোকারেজ হাউজ এবং বিনিয়োগকারী হিসেবে মিউচ্যুয়াল ফান্ডের ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ ভার্চুয়ালি উপস্থিত থেকে লেনদেন কার্যক্রম পর্যবেক্ষণ করেন৷

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শেখ শামসুদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ২ মাসের মধ্যে প্রয়োজনীয় সিস্টেম ডেভেলপমেন্ট সম্পাদনের মাধ্যমে সার্বজনীনভাবে গভর্মেন্ট ট্রেজারী বন্ডের লেনদেন স্টক এক্সচেঞ্জের টেডিং প্ল্যাটফর্মে শুরু হবে৷

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *