ডিএসইকে দুটি কারখানা সরেজমিন পরিদর্শনের নির্দেশ

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মুন্নু জুট স্ট্যাফলার্স ও মুন্নু সিরামিকের শেয়ার কারসাজির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বিএসইসির ৬৯৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সূত্র মতে, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু জুট স্ট্যাফলার্স এর শেয়ার মূল্যে কারসাজি (manipulation) সংক্রান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের প্রেক্ষিতে কমিশন সভায় Dhaka Stock Exchange (Listing) Regulation, 2015 এর Regulation 54(1) অনুযায়ী আগামী চৌদ্দ (১৪) কার্যদিবসের মধ্যে উপরোক্ত বিষয়ে পরিদর্শন কার্যক্রম সম্পাদন করবে।

উক্ত Regulation এ বর্ণিত সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ কে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *