ডিএসইতে এক ঘন্টায় লেনদেন হাজার কোটির ঘরে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১ টা পর্যন্ত এক ঘণ্টায় ডিএসইতে হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি কোম্পানির। আর দর কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইতে ৯৪০ কোটি ৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *