ডিএসইতে এক ঘন্টায় ৭১ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের মিশ্র অবস্থায় লেনদেন হয়েছে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এই বাজারে ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির। আর দর কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে।

এই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৯৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *