ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

সিটি ব্রোকারেজ লিমিটেড,ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং ডিরেক্ট এফএন লিমিটেড এর মধ্যে এপিআই ইউএটি চালুর জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত করা হয়৷

আজ বুধবার (২৩ ডিসেম্বর)এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, সিটি ব্রোকারেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মিসবাহ উদ্দিন আফান ইউসুফ এবং ডিরেক্টএফএন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়ালিদ আল-বাল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান, সিটি ব্রোকারেজ লিমিটেড এর হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট একেএম ফজলে রাব্বি, হেড অব ইনফরমেশন টেকনোলজি নজরুল ইসলাম, সিটি ব্রোকারেজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের পরামর্শক নিজাম উদ্দিন আহমেহ এবং ডিরেক্টএফএন এর প্রতিনিধি আরমান আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷ প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ পর্যন্ত ৫টি ব্রোকারেজ হাউজ ইতিমধ্যেই ডিএসইতে এপিআই ইউএটি চুক্তি সম্পন্ন করেছে৷ আরো কয়েকটি ব্রোকরেজ হাউজ এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াধীন রয়েছে৷

উল্লেখ্য যে, বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) চালুর উদ্যোগ গ্রহণ করে৷ এরই প্রেক্ষিতে ২৬টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেছে৷

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *