ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৮ কোটি টাকা। এদিন ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন। এদিন দুই শেয়ারবাজারেই বেড়েছে মূল্য সূচক । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৭৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৬৮৭ কোটি ১১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৬টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি থাই, কনফিডেন্স সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, গ্রামীনফোন, গোল্ডন হার্ভেষ্ট, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, নুরানী ডয়িং ও সিটি ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৮২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩২ কোটি ৩২ লাখ টাকা। গতকাল সোমবার ছিল ৩১ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ও ঢাকা ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *