ডিএসইতে কৌশলগত বিনিয়োগে আগ্রহী দেশি-বিদেশি ৭ প্রতিষ্ঠান

dse1স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে দেশি-বিদেশি সাতটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নাসডাক, সিডিসি, কেইডব্লিউ, আইএফসি, কিংওয়ে ক্যাপিটাল, স্কয়ার ফার্মা ও ব্রুমার অ্যান্ড পার্টনার। গতকাল সোমবার ডিএসইর সঙ্গে এক বৈঠকে প্রতিষ্ঠানগুলো তাদের এ আগ্রহের কথা জানায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এর আগে আর্নেস্ট অ্যান্ড ইয়াং নামে আরেকটি কোম্পানি কৌশলগত বিনিয়োগকারী হতে আগ্রহ প্রকাশ করেছিল। এ বিষয়ে জানতে চাইলে ডিএসই’র পরিচালক রকিবুর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে আমাদের কৌশলগত বিনিয়োগকারী নিতে হবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সোমবার কয়েকটি কোম্পানি ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু কোম্পানি ডিএসইর পার্টনার হতে চেয়েছে, তবে তারা এখনও আনুষ্ঠানিকতা শেষ করতে পারেনি।’

তিনি বলেন, ‘এসব কোম্পানি থেকে যাচাই-বাছাই করে কৌশলগত বিনিয়োগকারী বের করতে পারব বলে আমরা আশাবাদী।’

২০১৩ সালে কার্যকর ডি-মিউচ্যুয়ালাইজেশন আইনে তিন বছরের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে উভয় স্টক এক্সচেঞ্জের সংরক্ষিত ২৫ শতাংশ শেয়ার বিক্রির বাধ্যবাধকতা রয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে।

গত বছরের ৯ ডিসেম্বর একটি চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উভয় স্টক এক্সচেঞ্জকে পরের এক বছরের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির নির্দেশ দিয়েছিল। তবে এ বিষয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে কৌশলগত বিনিয়োগকারী খুঁজে পাওয়া নিয়ে দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ চিন্তিত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

তবে এরই মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশের স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট ব্যাংকসহ শীর্ষ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *