ডিএসইতে দরপতন : লেনদেন ৪৩৪ কোটি

dse1নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহার ছুটির পর দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। তবে দুই স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে চার হাজার ৮৫৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৪ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা বেশি। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি টাকা।

ডিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টির দাম বেড়েছে, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *