ডিএসই’তে নতুন প্রধান রেগুলেটরি কর্মকর্তার যোগদান

মোঃ শওকত জাহান খান, এফসিএমএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রেগুলেটরি কর্মকর্তা হিসেবে মোঃ শওকত জাহান খান, এফসিএমএ আজ বুধবার যোগদান করেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তার আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন গত ১৯ জুলাই তার নিয়োগের অনুমোদন প্রদান করেন।

আর্থিক প্রসাশন, ট্রেজারী, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং রিকন্সসিলেশান, বাজেটিং, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ, স্ট্রেস টেস্টিং এবং কোষাগার ব্যবস্থাপনা, কর, ব্যালেন্স শীট, কোম্পানি আইন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মোঃ শওকত জাহান খান, এফসিএমএ।

তিনি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং বেসরকারী মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকে সুনামের সহিত সুদীর্ঘ ২২ বছর ব্যাংক কর্মকর্তা হিসাবে কাজ করেছেন৷ ডিএসইতে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডে প্রধান আর্থিক কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন৷

তিনি এসএমটি (সিনিয়র ম্যানেজমেন্ট টিম), এএলএম কমিটি, ম্যানেজমেন্ট ক্রেডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, সুদমুক্তি কমিটি এবং রূপালী ব্যাংক লিমিটেডের আইসিএএপি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন৷

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংএ মাস্টার্স এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ হতে আইসিএমএ ডিগ্রী অর্জন করেন৷ তাছাড়া পেশাগত জীবনে তিনি ব্যাংকিং এবং শেয়ারবাজার সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সেমিনার/কর্মশালায় অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *