ডিএসইতে মিশ্র সূচকে লেনদেন কমেছে, সিএসইতে বেড়েছে ৮৩ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন সামান্য কমেছে। কমেছে শেয়ারদর। সেখানে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়  ৮৩ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন বেড়েছে। এদিন ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮৪ কোটি ১ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার সেখানে ৯৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ১৯.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৬ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির আর অপরিবর্তিত থাকে ৩০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বিবিএস ক্যাবলস, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটোস, সিএন্ড এ টেক্সটাইলস, প্রাইম ব্যাংক,  রূপালী ব্যাংক ও পূবালী ব্যাংক ।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৮৩ কোটি ৬৫ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার এই লেনদেন ৫৩ কোটি ২০ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোস্যাল ইসমালী ব্যাংক ও ব্যাংক এশিয়া ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *