ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস

bbsস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। এসময়ে এন ক্যাটাগরির এই কোম্পানিটির মোট ১ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ১২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২২৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ২০ আগস্ট থেকে ২৪ পর্যন্ত বিগত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৪৫ শতাংশ।

এই সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ১২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২২৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এই কোম্পানির। কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এই সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৮৩ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২০৮ কোটি ৬০ লাখ ৩১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৪৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১২৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৭৮ শতাংশ।

শীর্ষ ১০ এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ লি., এসিআই লি., রতনপুর স্টিল রি-রোলিং মিলস লি., কেয়া কসমেটিকস লি., ইফাদ অটোস লি., সিএন্ডএ টেক্সটাইলস লি. এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *