ডিএসইতে ঈদের আগে সূচক উর্দ্ধমূখী

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনে প্রধান সূচকের সাথে বেড়েছে অন্যান্য সূচক। এ দিন অধিকাংশ শেয়ারের দর গতদিনের চেয়ে বাড়া সত্বেও লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪৮৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ডিএসইতে এই সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪৮৪১ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৪ কোটি ৬৯ লাখ টাকা। সোমবার সেখানে ৫১৯ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। গত দিনের চেয়ে ১৫৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে মোট ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ৮২ টির। আর অপরিবর্তিত ছিল ৫৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বিএসআরএম স্টিলস, খুলনা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা, ইউনাইটেড এ্যায়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, এসিআই, শাহাজিবাজার পাওয়ার ও কাশেম ড্রাইসেল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *