ডিএসইতে লেনদেন ৩০৮ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রবিবার দিন শেষে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৩০৮ কোটি টাকা। এ দিন কমেছে প্রধান মূল্যসূচক তবে বেড়েছে ডিএসই এস সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে আজ এক ঘন্টা কম সময় লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৩০৮ কোটি ২৮ লাখ টাকা। যা আগের কার্যদিবসে ছিল ৪০৬ কোটি ৭৪ লাখ টাকা।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৩১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৩ পয়েন্টে।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১৩৫ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে –
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আরকে সিরামিকস, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার, সামিট এলায়েন্স পোর্ট, সাইফ পাওয়ার, তসরিফা ইন্ডা., এএফসি এগ্রাে, ফ্যামেলিটেক্স, বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *